CPI(M) has called for rallies in 10 corners of the state to counter the March 10 brigade
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ১০ মার্চ রাজ্যে ১০টি সমাবেশের ডাক দিল সিপিএম। তৃণমূলের জনগর্জন সভার দিনই পাল্টা জবাব দিতে ১০ জায়গায় কর্মসূচি পালন করবে সিপিএম। বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ‘‘১০ই মার্চ ১০টি জায়গায় মিছিল ও জনসভা হবে।’’ সভাগুলি এমন জায়গাতেই হবে যেখানে সাংগঠনিকভাবে ভাল অবস্থা রয়েছে সিপিএমের। এবং সেই লোকসভায় ভাল ফলের আশা রয়েছে পার্টির। সন্দেশখালিতেও সভা করতে চায় আলিমুদ্দিন। আগামী ১০ মার্চ সভা করতে চেয়ে স্থানীয় পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবার সন্দেশখালি যাবে সিপিএম,রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে এক প্রতিনিধিদল যাবে। পাশাপাশি ২ মার্চ বসিরহাট এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। নেতৃত্বে থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে।
মার্চ মাস রাজনৈতিক ক্ষেত্রে ব্যস্ততম মাস হয়ে উঠবে। কারণ মোদিজী মার্চ মাসে তিনদিনের কর্মসূচী নিয়ে বঙ্গ সফরে আসবেন। একদিকে তৃণমূলের ব্রিগেড সমাবেশ, অন্যদিকে সিপিএমও ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চাইছে। তাই ১০ মার্চই রাজ্যের ১০টি জায়গায় পাল্টা বড় সমাবেশের ডাক। রাজনৈতিক মহলের একাংশের মতে, সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে চাইছে বিরোধীরা। সামনেই ভোট তাই লাগাতার সুবিধা পেতে বিভিন্ন কর্মসূচী নিয়েছে বাম থেকে ডান।