CPIM politburo member Suryakant Mishra said that the Trinamool government will fall before 2026, echoing the BJP’s tone.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপি টার্গেট করবে তৃণমূল সরকারকে, জেল থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে দেশের বিরোধী দলগুলোর নেতাদের জেলে ঢোকাচ্ছে, সেই তালিকায় রয়েছে তৃণমূল সরকারের মন্ত্রীদের নাম, বোমা ফাটালেন কেজরি। এরপরই বিজেপির সুরে সুর মিলিয়ে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্রর গলায় শোনা গেল তৃণমূল সরকার ২০২৬-এর আগেই পড়ে যাবে, এই তত্ব। বারবারই বিজেপি নেতারা বলে থাকেন রাজ্য সরকার ২৬ পর্যন্ত যাবে না। কেজরিওয়ালের দাবির সঙ্গে সুর মিলিয়ে সুর্যকান্ত মিশ্র বললেন, এই সরকার এমনিও ২০২৬ পর্যন্ত থাকবে না সরকার। কিন্তু বিজেপির সঙ্গে তো এদের সাংসারিক ঝামেলা। সামনে ঝগড়া দেখায়, আবার রাজভবে গিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে গল্প করে আসে মুখ্যমন্ত্রী। রাজভবনে কার যেতে ভয় লাগে জানি না, তবে কালিঘাটেও তিনি কতদিন থাকেন দেখার, কারণ মানুষ সেখানে ঘেরাও করবে।কারণ এত লুটের টাকা তো সেখানেই জমা হচ্ছে।