Controversy flared again as Bayant Singh was called a martyr.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে এবার লড়াইয়ের ময়দানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুন করা বিয়ান্ত সিংয়ের পুত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুনের সঙ্গে জড়িত ছিলেন তাঁর দেহরক্ষীরা। এক্ষেত্রে সেই বিয়ান্ত সিংয়ের পুত্র সর্বজিত সিং খালসাই এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। যদিও সরাসরি তাঁকে বিজেপি বা কোনও বড় দল প্রার্থী করেনি, তাই তিনি নির্দল হিসেবেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চলেছেন। পঞ্জাবের ফরিদকোট আসন থেকে এবারে নির্বাচনে লড়াই করছেন সর্বজিত। তবে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেখানে ইন্দিরা গান্ধীর খুনের জন্য যে বিয়ন্ত সিং জড়িত ছিল, তারপক্ষেই আওয়াজ তুলল জনতা। উঠল শহীদ স্লোগান। সর্বজিতকে শহীদপুত্র হিসেবে স্লোগান দেওয়া হল প্রচারে। ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করার পর অবশ্য বন্দুক ত্যাগ করেছিলেন বিয়ান্ত। তাঁকেই এবার শহীদ আখ্যা দেওয়ায় ফের বিতর্ক তুঙ্গে।