Congress’s Sanjay is now a BJP candidate?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের বাতিল ঘোড়াই বিজেপির অস্ত্র হতে পারে মহারাষ্ট্রে, হঠাৎই শুরু হয়েছে জল্পনা। মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদ যিনি অতীতে কংগ্রেসের প্রথম সারির নেতা হিসেবেই পরিচিত ছিলেন, সেই সঞ্জয় নিরুপমকে এপ্রিলের শুরুতে অপসারিত করে কংগ্রেস। তার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তোলা হয়। সামনে নির্বাচন। আর এই মুহূর্তে মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতায় রয়েছে। বিজেপির নিজস্ব নেতারাই যথেষ্ট আশাবাদী প্রার্থী হিসেবে টিকিট পেয়ে সেই কেন্দ্র থেকে জিতে আসার ব্যাপারে। ফলে রাজনৈতিকমহলের দাবি চেষ্টা করেও এতদিন বিজেপির কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না সঞ্জয়। শেষ মেষ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে নাকি গোপন বৈঠক হয় সঞ্জয়ের। আর তাতেই মহারাষ্ট্রের রাজনীতিতে একটা প্রশ্ন জোরালো হয়ে উঠল, এবারের নির্বাচনে তাহলে বিজেপির টিকিটে ভোট লড়তে চলেছেন সঞ্জয়? সম্ভাবনা তেমনটাই বলে সূত্রের খবর। যদিও তার শেষ দুই দফায় ট্র্যাক রেকর্ড চাপে রাখছে। কারণ ২০১৪ এবং ২০১৯, দুই নির্বাচনেই হেরেছিলেন এক সময়ের এই দাপুটে নেতা। চলতি বছরে মহারাষ্ট্রে জোট হয়েছে উদ্ধব ঠাকরের দলের সঙ্গে কংগ্রেসের। অথচ তিনি কংগ্রেসে থেকেই ঠাকরের বিরোধিতা করেছিলেন। তাতেই তাকে দল থেকে বহিস্কার করে কংগ্রেস।