Congress will not participate in any political debate after the seventh phase of polls, said Pawan Khera.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সপ্তম দফা ভোটের পর কোনও রাজনৈতিক ডিবেটে অংশ নেবে না কংগ্রেস, জানিয়ে দিলেন পবন খেরা। এক্সিট পোলে ১ তারিখ থেকে তাঁর দলের কেউ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে অনেক ক্ষেত্রেই আসল ফলাফল মেলে না, সেই কারণেই কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ৪জুন থেকেই তাঁদের মুখপাত্রদের ফের টেলিভিশনের পর্দায় দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে, ১ তারিখ ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই এক্সিট পোল অনুযায়ী অধিকাংশ টেলিভিশনই দাবি করবে বিজেপি জিতছে, সেক্ষেত্রে কর্মিদের মনোবল ভাঙতে পারে। তাই কোনওরকম সমীক্ষায় গুরুত্ব না দিয়ে, মানুষের বহুমতকেই গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। তিনি দাবি করেন, ৪জুন তাঁর দলই জিতবে, এবং ইন্ডিয়া জোট সরকার গড়বে। এরপর তাঁরা টেলিভিশনে অংশ নেবে।