Frozen Congress bank account opened, relief for Congress party
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগ শুক্রবার কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিয়েছে। আর কিছুদিন পর লোকসভা ভোটের দিনতারিখ ঘোষণা করে দেবে বলে খবর। কংগ্রেস দলের মুখপাত্র অজয় মাকেন অভিযোগ করেন, তাদের যুব কংগ্রেস শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে আয়কর বিভাগ। এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন অজয় মাকেন। তিনি আরও বলেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় মাকেন জানান,-অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে কর্মীদের বেতন,বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না। দলের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি হবে বলে অভিযোগ করেন অজয় মাকেন।কংগ্রেস নেতা বিবেক তানখা বলেন, আবেদন করার পরই আয়কর আপিল ট্রাইব্যুনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দিয়েছে। তবে জানা যাচ্ছে, আগামী বুধবার ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী শুনানি করবে।