Adhir’s comment started the debate
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেস এই মূহূর্তে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ঠিক কি জন্য। দেশকে বাঁচানোর জন্য। কেন্দ্রে আসার জন্য নাকি শুধুই বিজেপির আসন সংখ্যা কমানোর জন্য। এবারের লোকসভা নির্বাচনে আর আবকি বার মোদী সরকার নয়, বরং আবকি বার ৪০০ পারের ডাক দিয়েছে বিজেপি। এরই মধ্যে লোকসভায় কংগ্রেসের হয়ে বিরোধী দলনেতা পদ সামলানো অধীর চোধুরীর মন্তব্যে শুরু হল ব্যাপক জল্পনা। কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে নয়, বরং তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বলছেন বহরমপুরের সাংসদ। একান্তই যদি কেউ কংগ্রেসে ভোট না দেন, তাহলে যেন বিজেপিতে দেন, এই আবেদন করেছেন বলে দেখা যাচ্ছে সেই ভিডিওতে। এর পরিপ্রেক্ষিতে বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি জানিয়েছেন, অধীর চৌধুরি কি জন্য এই কথা বলেছে তা সঠিক জানেন না। আমি ভিডিওটা এখনও দেখিনি। তবে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসও আছে।