Adulation politics in the Congress manifesto- complained Assam CM Hemant Sharma
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেস ইস্তেহারে, তোষণের রাজনীতি করছে এই অভিযোগ নিয়ে আসলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। পাকিস্তানের জন্য ইস্তেহার বানিয়েছে বলে কংগ্রেসকে এক হাত নিয়েছেন হেমন্ত বিশ্বশর্মা। লোকসভা নির্বাচন আসতেই সব দলেরই ইস্তেহার প্রকাশের তোরজোর শুরু হয়েছে। কংগ্রেস দল প্রকাশ করেছে তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো। তবে তাতে ভারতের অর্থনৈতিক উন্নতির থেকে সাম্প্রদায়িক বিষয়গুলোতেই বেশি জোর দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতারা। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কংগ্রেসকে এক হাত নিয়ে বলেছিলেন, ইস্তেহারে প্রচুর মিথ্যে কথা বলা হয়েছে। এবার এক ধাপ এগিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বললেন, সাম্প্রদায়িক তোষনের রাজনীতি করছে কংগ্রেস। আর ইস্তেহার দেখে মনে হচ্ছে এটি ভারতের জন্য নয় বরং পাকিস্তানের জন্য তৈরি করা হয়েছে। হিন্দু এবং মুসলিম কেউই তিন তালাককে ফিরিয়ে আনতে চান না। ইস্তেহারের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস , দাবি করেছে অসমের মুখ্যমন্ত্রী।