Trinamool Congress has filed a police complaint against BJP IT cell chief Amit Malviya
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। দলের সুপ্রিমোর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে, বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য।
অমিত মালব্য একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতো কুরুচিকর মন্তব্য এই মূহূর্তে রাজনীতিতে আর কেউ করেন না। প্রথম দফায় ভোটের পরই ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে এমন গালাগাল কেউ ব্যবহার করতে পারেনা। এর পরিপ্রেক্ষীতেই চন্দ্রীমা ভট্টাচার্য অভিযোগ করেছেন। কারণ তাঁদের দাবি মুখ্যমন্ত্রী মোটেই এমন কোনও কটু কথা বলেননি। উল্লেখ্য কয়েকদিন আগেও বিজেপির আইটি প্রধানের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তৃণমূল। তখন দাবি করা হয়েছিল মিথ্যে খবর সোশাল মিডিয়ায় ছড়াচ্ছেন অমিত মালব্য।