Kolkata Knight Riders face Mahendra Singh Dhoni’s Chennai Super Kings on Monday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ হেরে সোমবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রথমদিকে দুরন্ত ছন্দে দেখা গেলেও দিল্লি এবং সানরাইজার্স-এর বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেননি সুপার কিংসরা। ওপেনার রচীন রবীন্দ্র এবং রূতুরাজ গায়কওআর কেউই সেরকম ক্লিক করছেন না। শেষ দুই ম্যাচে মাহি যখন মাঠে নেমেছেন ততক্ষণে খেলার হাল প্রায় বেহাল হয়ে গেছে। শিবম দুবে রানের মধ্যেই থাকলেও, রাহানে- জাদেজারা খুব ধীর গতিতে রান করছেন। এইসব কারণেই মূলত গত দুই ম্যাচে হারতে হয়েছে চেন্নাইকে । ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে উন্নতি করতেই হবে মাহির দলকে। শ্রীলংকার পেসর পাথিরানার চোট রয়েছে মুস্তাফিজুর রহমানের ও হালকা চোট রয়েছে। ফলের দলের দুই গুরুত্বপূর্ণ বোলার কেকেআর ম্যাচে অনিশ্চিত। তাই কাজটা কঠিন দীপক চাহার, তুষার দেশপান্ডেদের কাছে। ম্যাচের আগে তাই চিন্তা থেকেই যাচ্ছে সিএসকে শিবিরে। যদিও কলকাতার বিরুদ্ধে ধোনিদের ট্র্যাক রেকর্ড খুব ভালো । আর এখন নতুন অধিনায়ক এলেও দলকে পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন এমএসডি নিজেই। ফলে সুপার কিংস ভক্তরা আশা করতেই পারেন সোমবার থেকেই ঘুরে দাঁড়াতে পারবেন তারা।