Bagan’s Spanish coach Habas is counting on the Indian brigade for a good performance in the derby
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ডার্বিতে ভালো পারফরম্যান্সের জন্য ভারতীয় ব্রিগেডের ওপরই ভরসা রাখছেন বাগানের স্প্যানিশ কোচ হাবাস। কামিন্স, সাদিকুর অবস্থা দেখে বাগান কোচও বুঝছেন ডার্বিতে স্রেফ বিদেশী দিয়ে হবে না। ভারতীয় ফুটবলারদের থেকেই বেশি ভালো পারফরমেন্স বার করে আনতে হবে। আর সব থেকে বড় কথা লালহলুদের ভারতীয় ব্রিগেড যে দুর্দান্ত খেলছে এখন। নাওরেম মাহেশ, নন্দকুমাররা যে পারফরমেন্স দেখিয়েছে সুপার কাপ ফাইনালে তাতে কাজটা অতটাও সহজ হবে না বাগানের। তাই লালহলুদের ভারতীয় ব্রিগেডের জন্য পাল্টা ভারতীয় অস্ত্রই ব্যবহার করতে চলেছেন হাবাস। মনবীরের ওপর দায়িত্ব থাকছে নন্দকুমারের বামপ্রান্ত বরাবর আক্রমন রোখার। মনবীর ডিফেন্সেও খেলতে পারেন। রাইট ব্যাকের সঙ্গে ঘুড়িয়ে ফিরিয়ে আপ ডাউন করে মনবীর খেলবেন ডান প্রান্ত বরাবর। বাঁদিকে লিস্টনের ওপর থাকবে মহেশকে রোখার দায়িত্ব। কারণটা খুব স্বাভাবিক, দুই ফুটবলারই সদ্য জাতীয় দলের হয়ে খেলে দলে যোগ দিয়েছেন। ফলে দুই ফুটবলারেরই শক্তির দিকগুলো একে অপরের জানা। আইএসএলে টানা হারতে থাকায় এই ম্যাচ মোহনবাগানের কাছে স্রেফ ডার্বির জন্য নয়, পয়েন্টের দিক থেকেও অনেকটা গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল এবারের আইএসএলে টানা জিতেই চলেছিল বাগান। সেখান থেকে হঠাত্ই চোট সমস্যায় পড়ে, টানা হারতে শুরু করে বাগান। ফলে মুম্বই, গোয়া, কেরল ম্যাচে হারের পর আইএসএলে এবার কামব্যাক ম্যাচ সবুজ মেরুনের। আধ মরশুম কেটে গেলেও এখনও ডিফেন্সে জড়তা আসেনি বাগানের। জোড়া বিদেশী ডিফেন্ডার খেললেও গোল খাওয়ার রোগ সাড়ছে না। চার ডিফেন্ডারেই ডার্বিতে দল সাজাতে চলেছেন বাগান কোচ। তিনি সচরাচর দলে একজন বিদেশী ব্লকার রেখে থাকেন। কিন্তু এই মোহনবাগানে কোনও বিদেশী এই পজিশনে খেলেনা। তাই গ্লেন মার্টিনসকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছেন স্প্যানিশ কোচ। ডার্বিতে গোলে বিশাল কাইথ ফিরছেন এটাই যা রক্ষা বাগানের। কারণ পিছন থেকে তিনি ডিফেন্সকে ঠিক ঠাক কল দিলে একটু জমাট ভাব আসবে রক্ষণে। হাতে রয়েছে আর মাত্র একদিন। তাতে কতটা দল সাজিয়ে নিতে পারেন সবুজ মেরুনের হেডস্যার, সেটাই এখন দেখার।