CM Yogi accused the Trinamool government of politics of violence.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মুর্শিদাবাদে প্রচারে এসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন তিনি। ডঃ নির্মল সাহার হয়ে প্রচারে এসে যোগী আদিত্যনাথ তুলে ধরেন রামনবমীতে হিংসার ঘটনা। তাঁর দাবি বাংলায় রামনবমীতে হিংসা হয়েছে, কিন্তু উত্তর প্রদেশে তিনি আসার পর কোনও হিংসার ঘটনা হয় না। উত্তর প্রদেশে যদি রামনবমীতে হিংসা হত, তাহলে অভিযুক্তদের টাঙিয়ে রেখে দিতেন বলেন হুঙ্কার ছোঁড়েন তিনি। স্পষ্ট ভাষায় বলতে গেলে, অধীর চৌধুরির গড়ে এবার ইউসুফ পাঠান দাঁঁড়ানোয় সেখানকার সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিজেপি যদি নিজেদের বোটব্যঙ্ক অক্ষুন্য রাখতে পারে, তাহলেই সেই কেন্দ্রে পদ্মফুল ফুটতে পারে। সেই জন্যই বহরমপুরে গিয়ে রাজ্যকে রামনবমীর হিংসা নিয়ে একহাত নিলেন যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, এই বাংলা এখন কাঁদছে। সোনার বাংলা আর নেই। এর জন্য দায়ী বর্তমান মুখ্যমন্ত্রী। সত্যিকারের সোনার বাংলা তৈরি করতে বিজেপিই একমাত্র পথ, দাবি করলেন যোগী আদিত্যনাথ।