July 27, 2024 10:50 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:50 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

CM Mamta dharna manch : আমরা ভিক্ষা চাই না, প্রাপ্য চাই! বাংলায় ২১ লাখ মানুষকে, ২১ ফেব্রুয়ারি টাকা দেব

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#mamta# #dharna# #manch

We do not want to beg, want to deserve! I will give money to 21 lakh people in Bengal on February 21

রাজ্য

 দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাথে তিন বার দেখা করার পরেও রাজ্যের প্রাপ্য মেটায়নি বলে এদিন রেড রোডের ধর্না মঞ্চে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রীর মতন জনপ্রিয় প্রায় ৬২টি সামাজিক প্রকল্প চালায় রাজ্য সরকার।কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষকে কে ভাতে মারার চেষ্টা করছে। বাংলার সেরা জনমুখী প্রকল্প গুলোর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। এই মুহূর্তে ২ কোটি ১৩ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এছাড়াও জয় বাংলা,জয় জোহরের মতো রাজ্যের নিজস্ব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। আছে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত্‍ ক্রেডিট কার্ড, কৃশকবন্ধু, মত্‍স্যবন্ধু, তপশিলীবন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্প যেখানে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় কিংবা আর্থিক ভাবে তাঁরা কিছুটা সুরাহা পান। আগেও এখানে অবস্থানে বসে ছিলাম তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে তার বকেয়া প্রাপ্য দেয়নি বলে রেড রোডের ধর্না মঞ্চ থেকে অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার গত দু’বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দেয়নি। তার মধ্যেও আমরা ৪২ দিনের কাজ দিয়েছি। বাংলায় ২১ লক্ষ জব কার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারি ব্যাংক একাউন্টে টাকা পাঠাবো। আমরা ভিক্ষা চাই না আমরা জয় করতে চাই। আমরা কথা দিয়ে কথা রাখি।যারা ১০০ দিনের কাজ করেছে সকলেই টাকা পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে। যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্যও নির্দিষ্ট সময়ের ঘোষণা হবে। বাংলায় মানুষকে সাহায্য আমরাই করবো এবং অন্য রাজ্যেকেও পথ দেখাবো। আমরা গরিব মানুষ, বাংলায় এনআরসি করতে দেব না।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top