Chief Minister once again taunted Karthik Maharaj from the meeting in Bishnupur, Bankura.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কার্তিক মহারাজের কাজকর্ম নিয়ে শেষ কয়েকদিন ধরেই তাঁকে আক্রমণ শানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সোমবার ফের বাঁকুড়ার বিষ্ণুপুরের সভা থেকে কার্তিক মহারাজকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। রবিবার সেখানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্তিক মহারাজ, মিশন এবং ভারত সেবাশ্রমের পক্ষে সওয়াল করেছিলেন। এরপরই তৃণমূলের কাছে বার্তা গেছিল, যে হিন্দু ভোট কাটতে পারে এই বিতর্কে। এরপরেও নিজের অবস্থান স্পষ্ট করে কার্তিক মহারাজের বিরুদ্ধে নিজের মনোভাব একই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। গঙ্গাসাগরের সময় তো কত ভালো কাজ করে ওরা। মানুষের জন্যই ওরা কাজ করে। কিন্তু কার্তিক মহারাজ সেটা করেননা। আমাদের এজেন্টকে বসতে দিতে চাননি। মুর্শিদাবাদে কদিন আগেই দাঙ্গা করিয়েছিলেন। আমি তারই প্রতিবাদ করেছিল, কার্তিক মহারাজ বিজেপি করেন’।