Trinamool worker killed in Nandigram, Shuvendu targeted by Chief Minister
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির নেতার মতো ফের একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার নন্দীগ্রামে শনিবার ভোট ছিল, কিন্তু তার আগেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেখানকার এক মহিলা বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে তৃণমূলের এক নেতাও খুন হন সেখানে। এরপরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়ের হয়ে সভা থেকে তিনি বলেন,’ গদ্দারদের ছাড়ব না। কাল আমাদের নেতাকে খুন করেছে মহিষাদলে। খেজুরিতে গুন্ডামি করেছে। নন্দীগ্রামেও গুন্ডামি করেছে, এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই আমি বদলা নেব’। গত কয়েক দিনের বারবারই এই নন্দীগ্রাম শিরোনামে উঠে এসেছে। কারণ এখানে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও সরাসরি তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।