Trinamool Congress will not directly join the India Alliance if it forms the government.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে সেক্ষেত্রে সরাসরি তাতে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস, বাইরে থেকে সমর্থনের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ইন্ডিয়া জোটের ছিটে ফোটায় জোট ধরা পরেনি। ফলে কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক যে মোটেই খুব ভালো জায়গায় নেই তা স্পষ্টই ছিল। বামেরাও বাংলায় লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করলেও, কংগ্রেস তৃণমূল কোনও সমঝোতা হয়নি। পাল্টা তৃণমূল সুপ্রিমো জোট থেকে না বেরোলেও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। কেন্দ্রে যদি ইন্ডিয়া জোট সরকার গড়ে, সেক্ষেত্রে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল, হুগলির চূচূড়ার সভা থেকে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে সভা করেন তৃণমূল সুপ্রিমো। বাইরে থেকে সাহায্য করার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,বাংলার মানুষ যাতে কেন্দ্রীয় বঞ্চনার শিকার না হয়, সেই কারণে তাঁর এই সিদ্ধান্ত।