The Trinamool supremo praised candidate Dev during his campaign
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছাড়বেন বলে ঠিক করে নিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। এরপর দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর অবশেষে বরফ গলে। ফের ঘাটাল থেকেই লোকসভার প্রার্থী হন অভিনেতা। এবারে তাঁর লড়াই যথেষ্ট কঠিন, কারণ তাঁর প্রতিপক্ষ মেদিনীপুর এলাকারই বিধায়ক এবং অভিনেতা হীরন চট্টোপাধ্যায়। ফলে লড়াই যে এবার হাড্ডাহাড্ডি তা বলাই যায়। যদিও পিংলায় গিয়ে দেবতে দরাজ সার্টিফিকেট দিয়ে এলেন মুখ্যমন্ত্রী। দেবের হয়ে প্রচারে গিয়ে তার প্রশংসায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমায় বলেছিল দিদি আমি আর রাজনীতি করব না। কিন্তু আমি ছাড়তে চাইনি। ও ভালো কাজ করছে। ঘাটালে বন্যার সময় জলে নেমে কাজ করেছে। ভালো বক্তব্যও রাখছে, ও কিন্তু ভালো রাজনীতিবিদ হয়ে উঠছে। গ্রামে মানুষ খেকো বাঘ থাকে, এখন চাকরি খেকো বিজেপিকে দেখুন। হাজার হাজার ছেলেদের চাকরি খেল, এখন বলছে এতদিনের টাকা সুদসমেত দিতে হবে’।