While campaigning in Nadia, Mamata Banerjee said that saree outlets will be opened in every block of Bengal.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নদীয়ার কৃষ্ণনগরে গত লোকসভায় ভালো ফল হলেও রাণাঘাটে হেরেছিল তৃণমূল কংগ্রেস। শান্তিপুর, চাকদহসহ নদীয়ার বিস্তীর্ণ এলাকায় তাঁত শিল্পের ব্যাপক প্রসার রয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে এলেন, তাঁত শিল্পের উন্নতির জন্য এরপর বাংলার প্রতি ব্লকে ব্লকে শাড়ি আউটলেট খোলা হবে। রাজ্য সরকার আগেই খাদিসহ বিভিন্ন হস্তশিল্পকেও গুরুত্ব দিয়ে বিভিন্ন আউটলেট খুলেছে অতীতে। সরস মেলাসহ রাজ্যের বিভিন্ন মেলাতেই তাঁতের শাড়ি ও কাপড় বিক্রি হয়। এবার সরাসরি তাঁতিদের বোনা শাড়ি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভাগ করে আউটলেট খুলে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তাঁতি এবং ব্যবসায়ি দুজনেরই লাভ হবে। যাতে নিম্নবিপত্ত ও মধ্যবিত্ত পরিবারও এই কাপড় কিনতে পারে তাই দাম শুরু হবে ৩০০ টাকা থেকে, জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের ৩৫০-র বেশি ব্লকে এই বাংলার শাড়ি আউটলেট খোলার ভাবনাচিন্তা রয়েছে তাঁর। উল্লেখ্য এই নদীয়ার সভা থেকেই প্রধানমন্ত্রীকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর মন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি চ্যালে