Troubled while riding in copter in Durgapur, CM stumbles inside the helicopter
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, সিটে বসতে গিয়ে হোঁচট খান তিনি। ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন জেলাতে যেতে হচ্ছ মুখ্যমন্ত্রীকে। সেই রকমই দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন। আর সেই সময়ই বিপত্তি ঘটে। হেলিকপ্টারের সিঁড়ি দিয়ে উপরে উঠে সিটে বসতে যাওয়ার আগে আচমকাই হোঁচট খান মমতা। চোট পান তিনি। পরে যদিও কপ্টার রওনা দেয় আসানসোলের উদ্দেশ্যে। উল্লেখ্য, সম্প্রতি আরও একবার চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেদিন বর্ধমানের একটি সরকারি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি।