Chief Minister Mamata Banerjee warns Election Commission over removal of Murshidabad DIG
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের ডিআইজিকে সরানো নিয়ে নির্বাচন কমিশনকে সোমবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীন মুর্শিদাবাদে যদি কোনও হিংসার ঘটনা ঘটে, তার দায় কমিশনকেই নিতে হবে, এমনটাই মন্তব্য করেন মমতা। পাশাপাশি কমিশনকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মালদহ-মুর্শিদাবাদে কোনও ধরনের হিংসার ঘটনা ঘটলে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নায় বসবেন তিনি। সোমবার আলিপুরদুয়ারের বীরপাড়ার ডিমডিমা চা-বাগানের যাত্রা ময়দানে প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা। সেখানেই কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার মুর্শিদাবাদের ডিআইজিকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। ভোটের সঙ্গে যোগ নেই, পুলিশের এমন পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে আইপিএস অফিসার শ্রী মুকেশকে। বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী অভিযোগ ছিল, তৃণমূলের হয়ে কাজ করছেন আইপিএস অফিসার। তারপরেই বদলি।