AAP leader Suchitra Kejriwal will be seen campaigning for the party in the Lok Sabha elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচারে দেখা যাবে আপ নেত্রী সুচিত্রা কেজরিওয়ালকে। তার স্বামী তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে গ্রেফতার হয়েছেন। যার ফলে লোকসভা নির্বাচনের প্রচারে যেতে পারবেন না। এরই মধ্যে দলের অনেকেই দাবি করেছে তাদেরকেও চাপ দেওয়া হচ্ছে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে। প্রচার পর্ব সারতে ও দলের হাল ধরার জন্য প্রয়োজন ছিল কারোর। এবারে দিল্লিতে সাতটির মধ্যে চারটি কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে আম আদমি পার্টি। সেই চারটি কেন্দ্রে দলের হয়ে প্রচারের কাজ করবেন অরবিন্দ পত্নী। আরেক আপ নেতা সঞ্জয় সিং কদিন আগে মুক্তি পেলেও ফের তাকে একটি মামলায় আদালতের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা এক মামলায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে আবারও যদি তাকে গ্রেফতার করা হয়, সেই জন্য স্বচ্ছ ভাবমূর্তির একজনকে তৈরি রাখলেন কেজরিওয়াল। আগেই দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা দাবী করেছিলেন দলের বাকিদের উপর চাপ দেওয়া হচ্ছে। তাদের গ্রেপ্তার করা হতে পারে। এই মধ্যে জানা গেছে দিল্লি আর এক আপ বিধায়ক দুর্গেশ পাঠককেও সমন পাঠিয়েছে ইডি । যদিও তাতে দমে না গিয়ে আম আদমি পার্টির তরফ থেকে নয়া স্লোগান প্রকাশ করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে জেল কা জবাব ভোট সে, অর্থাৎ জেলের জবাব ভোটেই দিতে হবে।