“101 fever” came to you, the fever has subsided, I have got better” said the Chief Minister when he came to Santragachi
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বৃহস্পতিবার রাজ্য বাজেট। তবে কি রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় থাকবেন না মমতা, এই জল্পনা অবশ্য দানা বাঁধার সুযোগই দেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আমি কোনও অনুষ্ঠান বাতিল করি না। এবং আপনারা চিন্তা করবেন না, আমার এতটাই ঠাণ্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সঙ্গে যখন বক্তব্য রাখছি তখন গায়ে ১০১ জ্বর। তা সত্ত্বেও আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল বাজেট আছে। আমি যাব।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এও শোনা যায় আপনাদের কাছে এসে আমার জ্বর কমে গিয়েছে। তাই চিন্তা করবেন না আগামিকাল আমি বাজেটে যাব। কাল নবান্ন। আজ হাওড়া। সবটাই করতে গিয়েছে। কাজেই নিশ্চিন্তে থাকুন এসব রোগ-টোগ, ব্যথা-ট্যথা আমাকে কাবু করতে পারবে না। আমি গুলি, লাঠির সঙ্গে লড়াই করে বেঁচে আছি। যতদিন বেঁচে থাকব ততদিন আমার সঙ্গে আন্দোলন, সংগ্রাম, মানবিকতা বেঁচে থাকব