Chief Minister Eknath Shinde is worried about the shooting at Salman’s house
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এক দিন আগেই সলমন খানের বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। যা নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন বলিউডের সলমন খান। কেন এই ঘটনা ঘটল, কারা ঘটালেন? এই সব নিয়েই প্রশ্ন উঠছে। যদিও ঘটনার জন্য দায়ী শিকার করেছে এক সংগঠন। সঙ্গে আরও দাবি করে বলেছে, এখানেই শেষ নয়। আবারও আক্রমণ আসতে পারে। এরপরই সলমন খানের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মুম্বাইতে সলমনের বাড়িতে গিয়েই বলিউডের এই তারকার সঙ্গে দেখা করেন শিন্ডে। সঙ্গে ছিলেন দুই নেতা বাবা সিদ্দিকী এবং জিশান সিদ্দিকী। ঘটনার জন্য যাতে শহরবাসীর মধ্যে ভয় না জন্মায় সেই জন্যই তারা সলমনের বাড়ি গেলেন বলে মনে করা হচ্ছে। এদিকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনায় যুক্ত হিসেবে ২জনকে বিহার থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনার জন্য দায়ী স্বীকার করেছেন যিনি, তাকে ধরা সম্ভব হয়নি। সলমনের সঙ্গে তার বাবা সেলিম খানকেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে।