‘India’ Alliance has Trinamool Congress in national politics, so there is no India Alliance in the state. Left and Congress made it clear
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যে ইন্ডিয়া জোট বলে কিছুই থাকছে না। স্পষ্ট করে দেওয়া হলো বাম এবং কংগ্রেসের তরফ থেকে। ইন্ডিয়া জোটে জাতীয় রাজনীতিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এরাজ্যে বাম এবং কংগ্রেসের সঙ্গে কোন আসন সমঝোতাই হয়নি রাজ্যের শাসকদলের। বাকি দুই দলকে কোন আসোনি ছাড়েনি তৃণমূল। আগেই তারা রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। এখনো সব আসনে প্রার্থী দেওয়া হয়নি বাম কংগ্রেসের। ফলে ইন্ডিয়া জোটের নামে ভোট চাইতে গেলে নাম চলে আসতে পারে তৃণমূল কংগ্রেসের। তাই অন্যান্য রাজ্যের মত জোট করে ইন্ডিয়া জোটের নামে নয় বরং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবেই এবারে ময়দানে নামতে চলেছে দুই দল। যেমন মুর্শিদাবাদে মহাম্মদ সেলিমকে সমর্থন দেবে কংগ্রেস, আবার বহরমপুরে অধীর চৌধুরীর পাশে দাঁড়াবে সিপিআইএম। এভাবেই কিছু আসন ভাগ করে নিয়ে সেখানে একযোগে লড়াই করবে বাম এবং কংগ্রেস। কিন্তু নাম নেওয়া হবে না ইন্ডিয়া জোটের।