one and a half year old child died after being crushed by the wheels of the trailer
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দেড় বছরের ছটপটে ছোট্ট শ্লোক পাড়ার প্রাণ ছিল। প্রতিবেশীদের কোলেপিঠে মানুষ সে। সবার আদরের শ্লোক আর নেই, কেউ তা ভাবতেই পারছে না। বুধবার রাতে শ্লোক ট্রেলারের তলায় পিষ্ট হয়ে মারা যায়। শ্লোকের পরিবার সহ প্রতিবেশী কেউ বিশ্বাস করতে পারছেন না। শ্লোক আর ফিরে আসবে না- এই ভেবেই কান্নায় ভেঙে পড়েছে মৃত শ্লোকের বাবা-মা। আলিপুর থানা এলাকার ধনধান্য প্রেক্ষাগৃহের গা-ঘেঁষা সূর্য সেন বাস্তুহারা কলোনিতে থাকত সঞ্জয় জসওয়াল, জুহি সিং ও তাদের বছর দেড়েকের ছেলে শ্লোক। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন সঞ্জয় জসওয়াল। ওই রাতে মোটরবাইকে করে স্ত্রী-পুত্রকে নিয়ে বাড়ি ফিরছিলেন সঞ্জয়বাবু। ঠাকরে রোডে ট্রেলারের সঙ্গে দুর্ঘটনা ঘটায় ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে যায় তাদের একমাত্র ছেলে। বাবা-মা নিজের চোখে ট্রেলারের চাকার তলায় পিষ্ট হতে দেখেছেন ছেলেকে। কথা বলার মতো অবস্থায় ছিলেন না মা জুহি। একরত্তি শিশুটির দেহ আনতে গিয়ে এ দিন এসএসকেএম হাসপাতালের মর্গে দাঁড়িয়ে ছিলেন প্রতিবেশীরা। তাঁদেরই এক জন বলেন, বুধবার সকালেই দেখলাম এক প্রতিবেশীর বাড়িতে খেলছিল। সেই হাসিখুশি, একরত্তি শিশুটির দেহ নিতে মর্গে দাঁড়িয়ে আছি, বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।