While campaigning in Birbhum, Chief Minister Mamata Banerjee attacked BJP candidate Debashish Dhar.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বীরভূমে প্রচারে গিয়ে সেখানকার বিজেপির প্রার্থী দেবাশীষ ধরের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি কান্ডে এখনো তার বিরুদ্ধে সরকারের তদন্ত চলছে, কিন্তু তাকে বিজেপি ভোটের লড়ার টিকিট দিয়েছে। ৫ জনের ওপর গুলিচালনার জন্য তাকেই মূলত দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বহুবার তার মুখে শোনা গেছে শীতলকুচিতে যে অফিসারের নির্দেশে হুলো চালানো হয়েছিল তার কথা। এবার ভোটের ময়দানে সেই দেবাশীষ ধরই বীরভূমে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটও যথেষ্ট ফ্যাক্টর, সেই কারণে ফের দেবাশীষ ধরের সঙ্গে শিতলকুচি কান্ডের কথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে বীরভূমের প্রার্থী দাবি করেছিলেন তাকে নাকি ফাঁসানোর চেষ্টা হয়েছিল, যদিও তাঁর সেই দাবি এদিনের সভা থেকে স্পষ্টতই উড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।