The case of arms recovery in Sandeshkhali is a conspiracy, says Chief Minister Mamata.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ করলেন তিনি। কুলটিতে এক সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কিভাবে জানতে পারল না এত অস্ত্রের কথা? কেন্দ্রীয় সংস্থা কিছুই জানায়নি কি উদ্ধার হয়েছে বা কতটা উদ্ধার হয়েছে। ওরা তো নিজেরা গাড়ি করে এনেও দেখাতে পারে। কোনও তো প্রমাণ নেই যে ওই অস্ত্রগুলো ওখানেই পাওয়া গেছে। এখানে একটা চকলেট বোম্ব ফাটলেও তো এনআইএ, এনএসজি পাঠিয়ে দেয়। আজকেও খবর এসেছে সন্দেশখালিতে এক বিজেপি নেতার বাড়িতে বোম ছিল। ওরা এসব মজুত করে রেখেছিল। এটাই ওদের কাজ, বোম মেরে আর চাকরি খেয়ে ভোটে জেতার কথা ভাবে।