Tamin Ladu’s son Pragyananda set the example of becoming India’s best chess player
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতের সেরা দাবাড়ু হওয়ার নজির গড়লেন তামিন লাড়ুর ছেলে প্রজ্ঞানন্দ। এই মূহূর্তে তিনিই ভারতের এক নম্বর দাবাড়ু। বিশ্বনাথ আনন্দকে সরিয়ে এহেন রেকর়্ড গড়লেন প্রজ্ঞা। ম্যাগনাস কার্লসেনের সঙ্গে অনেক সময় পাল্লা দিয়ে চাল দিতেন প্রজ্ঞা। অনেক সময় মগজাস্ত্রের লড়াইয়ে নাস্তানাবুদও করে দেন তাবরতাবর প্রতিপক্ষদের। এবার বিশ্বচ্যাম্পিয়ন চিনের দিং লিরেনকে হারিয়ে দেশের সেরা দাবাড়ু হয়ে উঠলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। মাত্র ১৮ বছর বয়সেই যেভাবে প্রজ্ঞানন্দ হারিয়ে দিয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে তাতে অনেকেই বলছেন আগামির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গন্ধ পেয়ে গেছেন প্রজ্ঞা। খুব দেরি নেই, যখন তিনি এই শিরোপা কবজা করবেন। এশিয়ান গেমসে গতবছর জিতেছিলেন রৌপ্য পদক। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে পৌঁছেছিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে। এবার ভারতের সেরা দাবাড়ুও হলেন প্রজ্ঞা।