Vote for me, I will give alcohol at low price, promises former Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটের আগে ভয়ংকর প্রতিশ্রুতি অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অবশ্য কারোর কাছে এই প্রতিশ্রুতি আশীর্বাদের স্বরূপ। বর্তমানে অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দল তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট রয়েছে বিজেপির। তবে সচরাচর এই কেন্দ্র গুলোয় আঞ্চলিক দলগুলো মানুষের জনসমর্থন পেয়ে থাকে। কিন্তু নিজের এবং বিজেপির প্রার্থীদের জেতানোর জন্য আজব দাওয়াই দিলেন তিনি। সচরাচর গ্যাসের দাম কমানো, বিদ্যুতের দাম কমানোর মত প্রতিশ্রুতি শোনা গেলেও চন্দ্রবাবু নাইডুর মুখে শোনা গেল সুরাপ্রেমীদের জন্য প্রতিশ্রুতির কথা।
নিজের এলাকায় একটি দলীয় সভায় চন্দ্রবাবু নাইডু বলেন, তার দলকে জেতালেই সুখবর আসছে সুরাপ্রেমীদের জন্য। মদের দাম কমিয়ে দেবেন তারা। ভালো মানের সুরার পাশাপাশি কম দামী সুরারও দাম কমবে। অর্থাৎ ঘুরিয়ে হয়ত করের পরিমাণ কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। তবে যে দেশে একজন সকলে ১০০ দিনের কাজ পান না, দুবেলা খেতে পান না। চাকরি না পেয়ে আত্মহত্যা করে, সেদেশেই নির্বাচনে জিততে এমন প্রতিশ্রুতিতে তাজ্জব বহু মানুষই। যদিও সূরাপ্রেমীরা এই ঘোষণাকে সাদরেই আমন্ত্রণ জানাচ্ছে, তা বোলার অপেক্ষা রাখে না।