Barcelona hit the Champions League. The Catalans drew 1-1 with Napoli
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল বার্সেলোনা। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করল কাতালানরা। রুদ্ধশ্বাস ম্যাচে বল পজিশন ছিল বার্সার পক্ষে ৫১ শতাংশ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ঠিক কতটা টানটান খেলা হয়েছে দুই দলের। রাউন্ড অফ সিক্সটিনে নাপোলির ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সা। আওয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরায় খুব বেশি হতাশ নয় কোচ জাভি। কিছুটা সমস্যা বাড়ল নাপোলির। শেষ কয়েক বছরে চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো পারফরমেন্স করেছে ইতালির দলটি। কিন্তু ঘরেরম মাঠে তিন পয়েন্ট না আসায় চাপ বা়ড়ল তাদের ওপর। ৬০ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওনডোস্কি। যদিও এগিয়ে থেকেও লিগ ঢরে রাখতে ব্যর্থ আরাউজো, ক্যানসেলোদের ডিফেন্স লাইন আপ। ম্যাচের ৭৫ মিনিটে নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমহেন। এরপর আর গোলের দেখা পায়নি কোনও দলই। আওয়ে ম্যাচে গোল করায় এবং পয়েন্ট পাওয়া ঘরের মাঠে নামার আগে কিছুটা অ্যাডভান্টেজ বার্সাই। যদিও পেদ্রি, গুন্ডোগানদের খেলা মনে ধরে কোচ, সমর্থকদের।