Arsenal lost the first leg of the Champions League knockout.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে প্রথম লেগের ম্যাচে হেরে গেল আর্সেনাল। পোর্তোর কাছে ১-০ গোলে হারল গানার্সরা। ম্যাচে শেষ লগ্নের গোলে ইপিএল জায়ান্টদের হারিয়ে দিল পর্তুগালের এই ক্লাব। বুকায়ো সাকা, ডেকলান রাইসদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে রক্ষণ অটুট রাখলেন পেপে, ওটাভিওরা। ম্যাচে ৬৫ শতাংশ বল ধরে রাখলেও গোলের দেখা পেলেন না মার্তিনেলি, ট্রোসার্ডরা। শেষ লগ্নে খেলার গতির বিরুদ্ধেই গোল পেয়ে যায় ভারেলা, গনজালেজরা। মাঝমাঠের ফুটবলার গ্যালেনো ম্যাচের শেষ লগ্নে গোল করেন। এরপর আর ঘুড়ে দাড়ানোর মতো পর্যাপ্ত সময়ও ছিল না আর্সেনালের কাছে। ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় গানার্সদের। ১৩ মার্চ, এমিরেটস স্টেডিয়ামে ফিরতে লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।