Inter Milan won at home in the first league match of the round of sixteen of the Champions League.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লিগের ম্যাচে ঘরের মাঠে জয় পেল ইন্টার মিলান। অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দিল ইতালির ক্লাব ইন্টার। গতবারের ফাইনালিস্ট ইন্টার ম্যাচে সব দিক থেকেই আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ দলটির বিপক্ষে। বল পজিশন থেকে গোলমুখি শট, স্যান সিরো স্টেডিয়ামে সব দিক থেকেই এগিয়ে ছিল লাউতারো মার্তিনেজ, মার্কাস থুরামরা। যদিও গোল পেতে অপেক্ষা করতে হল ৭৯ মিনিট পর্যন্ত। ম্যাচের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে গতবারের ফাইনালিস্টদের হয়ে একমাত্র গোলটি করেন অস্ট্রিয়ার স্ট্রাইকার মার্কো আরনাওটোভিচ। আগামি মাসে ফিরতি লেগ রয়েছে অ্যাতলেতিকোর ঘরের মাঠে।চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করল পিএসভি। ঘরের মাঠে জিততে পারল না পিএসভি। ২৪ মিনিটে বরুশিয়ার হয়ে গোল করেন ডোনিয়েল মালেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পরিশোধ করেন পিএসভির লুক ডি জং। আক্রমনে প্রাধান্য ডাচ দল পিএসভিরই।