CBSE 10th starts from today, ICSE exam from tomorrow
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সিবিএসই-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বৃহস্পতিবার থেকে খাতায়কলমে শুরু হয়ে গেলেও, বেশির ভাগ পড়ুয়ার পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে। আগামীকাল, বুধবার শুরু হচ্ছে আইসিএসই-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা।প্রায় ৭০ হাজারের মতো পরীক্ষার্থী এই দুই বোর্ডের পরীক্ষায় বসছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়ার ঘটনায় সতর্ক থাকছেন বলে জানালেন অধ্যক্ষেরা। এছাড়া মোবাইল-সহ ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরা ব্যবস্থা রয়েছে। সিবিএসই এবং আইসিএসই, দু’টি ক্ষেত্রেই হলে ঢোকার আগে পরীক্ষার্থীদের পকেট ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যক্ষেরা। যাতে ভুলবশত কিছু থেকে না যায়। লেখা শেষ হয়ে গেলে অপেক্ষা করতে হবে কক্ষে বসে, বেরতে দেওয়া হবে না, যতক্ষণ না পরীক্ষার সময়সীমা শেষ হচ্ছে। স্কুল চত্বরের ভিতরে ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। আধ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে ভাল হয়। শুধু স্বচ্ছ ব্যাগে (ট্রান্সপ্যারেন্ট) পেন-পেনসিল ও স্বচ্ছ জলের বোতল নিতে পারবে পরীক্ষার্থীরা। নীল ও কালো বল পেন বা জেল পেনে লেখা যাবে। রাইটিং ক্লিপ বোর্ড নেওয়া যাবে না। দু’বারের বেশি শৌচালয়ে যাওয়া যাবে না। সিবিএসই অধ্যক্ষেরা জানান, প্রতিদিনই আসল অ্যাডমিট কার্ড আনতে হবে। তবে আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনতে পারে পরীক্ষার্থীরা।