CBI will arrest Kejriwal again inside the jail?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একদিন আগেই কে চন্দ্রশেখর রাও কন্যা কবিতাকে গ্রেপ্তার করেছে সিবিআই। ইডির হাতে আগে গ্রেপ্তার হওয়া সত্বেও তিহার জেলে গিয়ে তাকে ফের গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। দিল্লির আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত অপর একটি মামলায় কবিতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার একই পদ্ধতিতে গ্রেফতার করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে। ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেলের মধ্যেই ফের দিল্লিতে আবগারি দুর্নীতি মামলাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে সিবিআই। ইতিমধ্যেই কবিতাকে জেরা করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। যদিও সেই নিয়ে এখনো কোনো নির্দেশ দেয়নি আদালত। তবে জল্পনা বাড়িয়েছে সিবিআই-এর এক মন্তব্য। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার জামিনের মামলা চলাকালীন জানানো হয়, এই একই মামলায় অপর এক ব্যক্তিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এর জন্য গ্রেপ্তার করা হতে পারে। সিবিআই এর এই দাবির পরই জল্পনা ছড়ায় মণীশের সঙ্গে সামনাসামনি বসিয়ে অরবিন্দ কেজিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে আর বাইরে আসার কোন রাস্তায় থাকবে না আপ সুপ্রিমোর।