Naradakanda is active in the face of the vote! CBI summoned Mathew Samuel again
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই ফের নারদকাণ্ডে সক্রিয় সিবিআই। ম্যাথু স্যামুয়েলকে পুনরায় তলব করল সিবিআই।
আগামী ৪ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নারদ মামলার তদন্তে দীর্ঘদিন কোনও অগ্রগতি হয়নি। নিয়োগ দুর্নীতি, গরু পাচারের মতো কাণ্ডের তদন্তে ব্যস্ত ছিল সিবিআই। নারদ নিয়ে সাম্প্রতিক অতীতে শাসক-বিরোধী দুই শিবিরকেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। এসবের মধ্যেই একপ্রকার হঠাৎ সক্রিয় সিবিআই। ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক ইস্যুতে ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।