July 27, 2024 11:42 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 11:42 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

CBI probe into the attack on ED officials in Sandeshkhali. সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় সিবিআই তদন্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

A division bench of Chief Justice TS Shivagnam and Justice Hiranmoy Bhattacharya ordered a CBI probe into the attack on ED officials in Sandeshkhali.

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

সন্দেশখালিতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চ সিবিআই ও সিটের যে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল তা খারিজ করলো প্রধান বিচারপতি।শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে নির্দেশ। ন্যাজাট থানায় দায়ের হওয়া নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ।
সমস্ত নির্দেশ আজই কার্যকর করতে হবে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত ইডি আধিকারিকদের ঘটনায় সিঙ্গেল বেঞ্চ গত ১৭ জানুয়ারি সিবিআই ও রাজ্যপুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথ ভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল।নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ।

গত ৫ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালি জুড়ে এবং একের পর এক অভিযোগ উঠে আসে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে। মহিলাদের ওপর নির্যাতন থেকে শুরু করে ভেরি দখল জমি দখলের মতন একাধিক অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে।

শেখ শাহজাহানের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যে কয়েক শো মানুষ জড়ো হয়ে তদন্তকারীদের উপর চড়াও হয়। এর মাঝেই তাঁর বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণ, চাযের জমি দখল করে ভেড়ি বানানোর মতো অভিযোগ উঠেছে। অথচ প্রায় দুমাস ধরে তাঁকে গ্রেপ্তার করা যায়নি। শাহজাহানকে গ্রেপ্তারিতে এত অনীহা কেন, বার বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। শেষপর্যন্ত গ্রেপ্তারিতে দেরি নিয়ে আদালতকেই ‘কাঠগড়া’য় তুললেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।
সন্দেশখালি বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই ন্যাজাট এলাকায় প্রায় একাধিক জায়গায় আগামী তেসরা মাঠ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top