Justice Jai Sengupta ordered CBI investigation into missing minor girl case.
রাজ্য
আদালত সংবাদদাতা:
গত ৭ মাস নিখোঁজ নাবালিকা! পুলিশ তাকে উদ্ধার করতে ব্যর্থ।বর্ধমান জেলার খন্ডঘোষের নাবালিকা নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর।পরিবারের অভিযোগ, নাবালিকা নিখোঁজের গোটা ঘটনার পিছনে শাসক দলের বিধায়ক সহ প্রভাবশালীরা যুক্ত। প্রথমে পুলিশের তদন্তে উদাসীন মনোভাব দেখে বিচারপতি জয় সেনগুপ্ত গত ১৫ জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
পুলিশের হাতে মামলা থাকাকালীন দুজন গ্রেপ্তার হলেও ৯০ দিনের মধ্যে চার্জ সিট না দেওয়ায় পরের দিনই জামিন পেয়ে যায় দুই অভিযুক্ত সিআইডি এখনও পর্যন্ত কয়েকজনকে শুধু জেরা করেছে।
নাবালিকার পরিবারের পক্ষের আইনজীবীর অভিযোগ জামিন পেয়ে যাওয়া দুজন স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ। গোটা ঘটনার পিছনে শাসক দলের প্রভাবশালীদের হাত রয়েছে।
কোর্ট মনে করছে, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে। তাছাড়া মেয়েটিকে ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার কিরে হয়ে থাকলে সেই দিকটাও সিবিআই কে তদন্ত করতে হবে।
আগামী ১৩ মার্চ পরিবর্তী শুনানিতে সিবিআই কে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে।