KCR’s daughter Kavita Chandrasekhar was in Tihar Jail. She was arrested by the CBI after going to that jail.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইডির হাতে আগেই গ্রেফতার হয়েছেন, এবার সিবিআইও কেসিআর কন্যা কবিতা চন্দ্রশেখরকে গ্রেফতার করল। আগে থেকেই ছিলেন তিহার জেলে। এবার সেই জেলে গিয়েই তাকে গ্রেফতার করল সিবিআই। দিল্লির আবাগারি দফতরের দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন, এবার সেই মামলার সঙ্গেই যুক্ত আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হল। তাকে দুটি কেন্দ্রীয় এজেন্সি আলাদাভাবে গ্রেফতার করল। এর আগে ১৫ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন বিআরএস নেত্রী কবিতা। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলা চলছে। তার দলেরই নেতা মণীশ শিশোদিয়ার থেকে সাহায্য নিয়েছিলেন কবিতা, এই অভিযোগ উঠে এসেছে তদন্তে। দক্ষিণ ভারতের এক সংস্থাকে অসৎ উপায় ব্যবসায়িক সাহায্য প্রদান করেছেন মণীশ শিশোদিয়া, এমন অভিযোগ ওঠে। হাতে উঠে আসে হোয়াটসঅ্যাপের তথ্য। এরপরই দিল্লির আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত ওপর একটি দুর্নীতি মামলায় নাম জড়ায় কবিতার। আদালতে ইডির করা মামলায় জামিনের আর্জি জানিয়েছিলেন, তা খারিজ হয়ে যায়। এরই মধ্যে দ্বিতীয় মামলায় সিবিআই গ্রেফতার করায়, তার জেল থেকে বেরোনোর কাজ কঠিন হয়ে গেল বলে মত রাজনৈতিকমহলের।