SSC candidates can check OMR Seat by applying to CBI: Division Bench.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি চলছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। এদিন সেই মামলায় পরীক্ষার্থীদের OMR দেখার সুযোগ করে দিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন সিবিআই এর পক্ষ থেকে একটি রিপোর্ট তারা আদালতে জমা দেন। এসএসসির জন্য গঠিত হাইকোর্টে বিশেষ বেঞ্চ জানায় “কোনও এসএসসি পরীক্ষার্থী (নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি) চাইলে নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন”। তবে তার জন্য সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। মঙ্গলবার বিকেল ৫.৩০টের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। ওএমআর শিট নিয়ে কারও কোনও আপত্তি থাকলে, তা-ও তাঁরা আদালতে জানাতে পারবেন বলে জানিয়েছে বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চ। উল্লেখযোগ্য যে, এসএসসির মামলার এই ওএমআর শিটগুলি গাজ়িয়াবাদ থেকে উদ্ধার করেছিল সিবিআই। পরে সেগুলি হাই কোর্টে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।