Stealing is the only way to cover up corruption? Case filed against Delhi Chief Secretary
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুর্নীতি ঢাকতে ফের দূর্নীতি, এমনই অবাক করা ঘটনা ঘটেছে দিল্লিতে। দাবি করা হচ্ছে, এক দুর্নীতি মামলায় নাকি প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য দিল্লির কোন মন্ত্রী বিধায়ক নয়, অভিযোগের তীর সে রাজ্যের সরকারি আমলার বিরুদ্ধে। এই নিয়ে দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়েছে বলে সূত্রের খবর। উত্তরখণ্ডের একটি আদালত মামলা দায়েরের নির্দেশ দেয়। একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে দিল্লির মুখ্যসচিবের বিরুদ্ধে। তাদের দাবি, এক স্কুলে সম্প্রতি দুষ্কৃতীরা হামলা চালিয়ে প্রচুর নথি সেখান থেকে চুরি করা হয়েছে। যে নথির মধ্যে ছিল দিল্লির মুখ্যসচিব সহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অকাট্য প্রমাণ। ফেব্রুয়ারি মাসেই দুষ্কৃতীরা স্কুলে চড়াও হয়ে লুটপাট চালায়। পাশাপাশি বিভিন্ন রেকর্ড, নথি ও পেনড্রাইভ সহ প্রমাণ লোপাট করে। চুরি করে নিয়ে চলে যায় সব প্রমাণ। সেখানেই নাকি দিল্লির মুখ্যসচিবের বিভিন্ন দুর্নীতির প্রমাণ ছিল বলে দাবি করেছে সেই সংস্থা। বাইরে থেকে নাকি তাদের উপর হুমকিও দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার, এমন অভিযোগ ওই সংস্থা। ইতিমধ্যেই পাঁচটি ধারায় দিল্লির মুখ্য সচিব নরেশ কুমারের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। ফলে সব দিক থেকেই যে খবরের শিরোনামে রয়েছে দিল্লি, তা বলাই যায়।