December 5, 2024 3:58 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 5, 2024 3:58 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Cardamom Seeds: এলাচ দানা ঘোরাতে পারে আপনার ভাগ্যের চাকা, জেনে নিন কিভাবে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Cardamom seeds can turn the wheel of your fortune, find out how

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাচীন বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে বিভিন্ন সমস্যা সমাধানের টোটকা। আর এই সকল টোটকা মেনে চলে অনেকই সগসারে সুখ শান্তি বজায় রাখতে পেরেছেন ৷ তবে, ভাগ্যের লেখা বদলানো না গেলেও ছোট ছোট কিছু টোটকা দৈনন্দিন জীবনে অনেক চিন্তা থেকে মুক্তি দেয় ৷ ঠিক যেমন এলাচ ৷ জ্যোতিষ শাস্ত্র মতে, আর্থিক সংকট থেকে কিছুটা মুক্তি দিতে সক্ষম এলাচ ৷ একনজরে দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র মতে এলাচ ব্যবহার করে কিভাবে আর্থিক সংকটকে দূরে থেলা যাবেঃ১) জ্যোতিষশাস্ত্র মতে, যদি কোনও ব্যক্তির ভাগ্যচক্রে শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে, দুটি এলাচ একটি পাত্রে জলে দিয়ে ফোটাতে হবে ৷ জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেলে সেই জল গামলা অথবা বালতির জলে মিশিয়ে স্নান করার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হবে ৷ মন্ত্রটি হল “ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী “৷২) অনেক সময় প্রচণ্ড পরিশ্রম করেও পর্যাপ্ত সাফল্য আসেনা, বারবার আটকে যায় প্রোমোশন ৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে, একটি সবুজ কাপড়ে একটি এলাচ বেঁধে সেটা রাতে শোবার আগে রেখে দিতে বালিশের নীচে ৷ এরপর সকালে ঘুম থেকে উঠে তা কোনও বাইরের লোককে দান করে দিতে হবে ৷৩) আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে মানিব্যাগে সবসময় ৫টি এলাচ রেখে দিন ৷ বলা হয় যে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে এলাচের টোটকা অনেক কাজ দেয় ৷৪) সুন্দর লাইফ পার্টনার পেতে একটি পরিষ্কার হলুদ কাপড়ে ৫টি গোটা এলাচ নিয়ে কিছুক্ষণ পকেটে রাখার পর, সেটা দান করতে হবে কোনও গরীবকে ৷ ৫) পরীক্ষায় ভালো নম্বর পেতে, দুধের মধ্যে এলাচ ফুটিয়ে সেটি ঠান্ডা করে কোনও গরীবকে পান করতে দিতে হবে ৷ টানা সাতটা সোমবার এই কাজ করলে পরীক্ষায় মনের মতো ফল পাওয়া সম্ভব ৷

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top