Superstition in Kolkata Medical College! Questions are raised about security
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাসপাতালেই হলো মোরগ বলি! হতবাক চিকিৎসক মহল। কী কারণে হলো এই বলি। জানা যাচ্ছে, পুত্র সন্তানের জন্ম হওয়ায় আনন্দে হাসপাতালের মধ্যে মোরগ বলি দেয় ওই পরিবার। পুজোও দেওয়া হয় ওখানে। কলকাতা মেডিকেল কলেজের মধ্যে এই ছবি দেখে হতবাক চিকিৎসকরা।
জানা গিয়েছে,পার্ক স্ট্রিটের বাসিন্দা ওই পরিবার। পুত্র সন্তানের জন্ম হলে তাদের পরিবারে রীতি যে পুজো এবং মোরগ বলি দেওয়া হয়। সেই রীতি মেনেই হাসপাতালে মোরগ বলি দেওয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা ঘটার পর পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কী ভাবে সবার নজরের অলক্ষ্যে এই ঘটনা ঘটলো হাসপাতালে।