Regarding the CAG report of 2002-2003, Sujan said – Let this government publish the white paper
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ক্যাগ রিপোর্টের ২০০২-২০০৩ সালের দায়ী তৃণমূল কংগ্রেস নেবে না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,-“কে এই দায়ী নিতে বলেছে। তৃণমূল আমলে ২০১১-র পর কত টাকা পেল, খেল, কত টাকা খরচ করেছে এই বিষয়ে বিস্তৃত শ্বেতপত্র প্রকাশ করলেই সব পরিস্কার হয়ে যাবে। কেন এই সরকার শ্বেতপত্র প্রকাশ করছে না। কিসে ভয় তাদের। ২০০৩ সালের বামফ্রন্ট ছিল সেই দায়ী তৃণমূলকে নিতে হবে না। কিন্তু শুনে রাখুক সেই সময় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন হয় সুব্রত মুখার্জী নতুবা সৌগত রায়। দুজনেই তৃণমূলের নেতা, ওদেরই স্বাক্ষরিত রিপোর্ট। লোপাট না হলে থাকলে সেটা প্রমাণ হয়ে যাবে। সেই সময় ১০০ দিনের কাজ, সেন্ট্রাল স্কিম, আবাস যোজনা এইরকম ফরম্যাটে ছিল না। রেভোলিউশন ফান্ডে ৪২ শতাংশ এরাজ্য পেত না। বরং ২৯ বা ৩০ শতাংশ পেত। তৃণমূলের আমলে টাকা লোপাট হয়েছে প্রচুর। তার হিসেবটা দিক আগে। শ্বেতপত্র প্রকাশ করুক। ”