14 people got citizenship after CAA implementation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হতে শুরু করে দিল। এরই মধ্যে ১৪ জনের হাতে তুলে দেওয়া হল ভারতীয় নাগরিকত্বের সংশাপত্র। কয়েক মাস আগেই আইনে পরিণত হয়েছে সিএএ। বারবারই বিজেপির কেন্দ্রীয় নেতারা দাবি করেছিলেন, এই আইন আদতে নাগরিকত্ব দেওয়ার জন্য, কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। এরই মধ্যে লোকসভা ভোটের আবহে নাগরিকত্ব পেলেন ১৪জন। যার মধ্যে একজন জানালেন, পাকিস্তানে তাঁর অভিজ্ঞতার কথা। সেদেশের থাকতে গেলে বাড়ির বাইরে বোরকা পড়ে বেরোতে হত। ভারতের মতো এত সুযোগ সুবিধা পাকিস্তানে ছিল না। পড়াশোনায় তৈরি করা হত বাধা। ২০১৪ সালে পাকিস্তান থেকে ভারতে আসেন সেই মহিলা। এরপর সিএএর দ্বারস্থ হয়ে আবেদন জানান ভারতীয় নাগরিকত্বের। বুধবার কেন্দ্রের তরফে তাঁকে নাগরিকত্বের সার্টিফিকেট প্রদান করা হয়। বর্তমানে ভাবনা নামে সেই তরুণী পড়েন ক্লাস ইলেভেনে, ভারতের নাগরিকত্ব পেয়ে খুব ভালো লাগছে বলে জানান তিনি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরও একবার একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এই আইন দেশের সর্বত্র লাগু হবে, এবং ২০১৪ সালের আগে ভারতে আশা শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।