A molestation complaint has been filed against West Bengal Governor CV Anand Bose.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের সাংবিধানিক প্রধান যিনি, তাঁর বিরুদ্ধেই এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ। বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। সূত্রের খবর, এই অভিযোগ যিনি করেছেন, তিনি রাজভবনেরই অস্থায়ী কর্মী। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেই খবর সূত্রের। আর তা নিয়েই বৃহস্পতিবার সন্ধেয় বাড়ছে রাজ্যের উত্তাপ।
সূত্রের খবর, তাঁর অভিযোগ, চাকরির প্রতিশ্রুতিতে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় রাজভবনের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে সকলে। যদিও ঘটনা প্রকাশ্যে আসার পর, কিছুক্ষণ কেটে গেলেও এখনও রাজ্যপাল বা রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লোকসভা নির্বাচন চলছে দেশে। আগামিকাল রাজ্যে তিনটি নির্বাচনী প্রচার রয়েছে প্রধানমন্ত্রীর। সেই কারণে বৃহস্পতিবার কলকাতায় এলেন মোদি। থাকবেন রাজভবনে। শুক্রবার রাজভবন থেকেই নির্বাচনী প্রচারে যাবেন তিনি। মোদির প্রচার সফরের আগেই এই ধরনের ঘটনায় তোলপাড়।