July 27, 2024 7:10 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 7:10 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

C V Anand Bose: সন্তানহারা পরিবারের পাশে রাজ্যপাল সিভি আনন্দ, আর্থিক সাহায্যের ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Announcement# #financial# #assistance# #families# #4dead# #children# #Chopra

Governor CV Anand stands by the childless families, Declaration of financial aid

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : চোপড়ায় বিএসএফের গাফিলতিতে চার শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনা তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে যান তিনি। ওই চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন কথা বলেন। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে নিজের মোবাইল নম্বর দেন রাজ্যপাল। এছাড়া ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করেছেন রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত চার শিশুর পরিবার।

এদিন চোপড়ায় সীমান্তবর্তী গ্রাম ছেতনাগজে যান রাজ্যপাল। দুর্ঘটনাটি যেখানে ঘটে সীমান্তের কাঁটাতার থেকে মাত্র ৫০ মিটার দূর থেকে পরিদর্শন করেন রাজ্যপাল। যে গর্তে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে সেটিও পরিদর্শন করেন রাজ্যপাল। তারপর যান মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে। রাজ্যপালের পা জড়িয়ে কাঁদতে শুরু করেন ওই মৃতের পরিজনেরা। প্রত্যেকের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিজের মোবাইল নম্বর দেন। তিনি বলেন, প্রয়োজনে সরাসরি ফোন করবেন।  রাজ্যপালের তহবিল ১ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করা হয়। রাজ্যপালেরসামনে বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। সূত্রে জানা যাচ্ছে, এদিন বিএসএফ ক্যাম্পে যান সিভি আনন্দ বোস। সেখানে বিসিএফের সঙ্গে আলোচনা হয়। রাজ্যপাল জানিয়েছেন, পুরো বিষয়টি কেন্দ্রকে জানানো হবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top