The Governor’s decision to stay in Cooch Behar on the day of the first phase of elections
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ সফরে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সেখানে ভোট আছে। তার আগে সরেজমিনে নিরাপত্তা খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি। যদিও এই কাজের জন্য নির্বাচন কমিশন রয়েছে। সেখানে রাখা হচ্ছে দু’জন বিশেষ পর্যবেক্ষক। তারপরও নির্বাচন চলাকালীন কোচবিহারেই থাকার সিদ্ধান্ত রাজ্যপালের
শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই আসনগুলি বিজেপির হাতে থাকলেও এবার লড়াইটা কঠিন। তাই বারবার ছুটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ। আর এখানে পড়ে থেকে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোচবিহারে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ভোটের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস এখানে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।