Chief Minister Mamata Banerjee raised the tone about the Governor.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার করা শ্লীলতাহানির অভিযোগে উঠতেই রাজ্য রাজনীতিতে তুলকালাম শুরু হয়ে গেছে। রাজ্যপাল অবশ্য সরসাসরি এই বিষয়টির বিরুদ্ধে সরব হয়েছেন। এরমধ্যে রাজ্যপালকে নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারির ভিডিও দেখে তিনি বেদনাহত বলে জানান মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের রায়নায় এদিন সভা করতে গেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, বিষয়টি নিয়ে মুখ খোলেন। ইতিমধ্যেই পুলিশ বিষয়টির তদন্ত শুরু করলেও সাংবিধানিক প্রধান রাজ্যপাল, তাই অনেকক্ষেত্রে পুলিশেরও হাত বাঁধা। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা ছোট্ট মেয়ে চাকরি করত, সেখানে তাঁর সঙ্গে রাজ্যপাল কি ব্যবহার করেছে। একটা মেয়ের কান্না আমার হৃদয় ভেঙে দিয়েছে। এরকম ১০০০টা ঘটনা আমার কাছে এসেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালি নিয়ে কথা বলার আগে তিনি যেন তার রাজ্যপালের দিকে তাকিয়ে দেখেন, যিনি পূর্ব মেদিনিপুরের মেয়েকে হেনস্থা করেছেন।