The Indian cricket team can play with one pacer in the third Test.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : তৃতীয় টেস্টে এক পেসারে খেলতে পারে ভারতীয় ক্রিকেট দল। মুকেশ কুমার গত ম্যাচে খেললেও তার পারফরমেন্স তেমন ছিল না। বলা ভালো মুকেশের ভাগের উইকেটটুকুও বুমরাহকেই নিতে হয়েছিল দ্বিতীয় টেস্টে। স্পিনারা যা পারেননি তাই করে দেখিয়েছেন বুমরাহ। এরপর এসেছিল সুখবর। বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়েন ভারতীয় পেসার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে টপকে এক নম্বর উঠে আসেন ভারতীয় জোরে বোলার যশপ্রীত বুমরাহ। মার্চ ২০২৩ থেকে এই তালিকার এক নম্বরে ছিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনবদ্য পারফরমেন্সের পরই আইসিসির প্রকাশিত হওয়া তালিকায় এক নম্বরে জায়গা পেলেন বুমরা। টপকে যান অশ্বিনকে। বিষেণ সিং বেদী, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের পর টেস্ট বোলারদের তালিকায় প্রথমবার শীর্ষস্থান উঠলেন বুমরাহ। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। এর আগে ওয়ানডে ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে ক্রিকেটেও বোলারদের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন বুমরাহ। তবে টেস্ট দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট। ফলে সেখানে শীর্ষ স্থান পাওয়ার গুরুত্বই আলাদা। জরুরি ফিটনেসও। সেটাই প্রমাণ করায় বুমরার ওপরই তৃতীয় টেস্টে ভরসা রাখতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে আরও এক ব্যাটার বাড়িয়ে দিতে পারে টিম ইন্ডিয়া। জাদেজা খেলতে পারলে স্পিন অলরাউন্ডার বাড়বে। তিনি না থাকলে তিন স্পিনার এবং নুমরাহ খেলবেন। আরেকজন অতিরিক্ত ব্যাট নিয়ে খেলতে পারে টিম ম্যানেজমেন্ট।