On February 8, the budget for the financial year 2024-25 was presented in the state assembly
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান গতকাল পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে বিন্দুমাত্র করছাড় দেওয়া হয়নি, যা নিয়ে মধ্যবিত্তরা ক্ষুব্ধ।অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ করেছে তাতে জনমুখী প্রকল্প শুধু নয় বিশেষ কর ছাড়ের কথাও ঘোষণা করেননি। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৪ এবং ২০২৫ অর্থ বর্ষের হিসেব-নিকেশ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এরাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু হয়েছে করেছেন।বাংলার সেরা জনমুখী প্রকল্প গুলোর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। এই মুহূর্তে ২ কোটি ১৩ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। এছাড়াও জয় বাংলা, জয় জোহরের মতো রাজ্যের নিজস্ব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। আছে কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যত্ ক্রেডিট কার্ড, কৃশকবন্ধু, মত্স্যবন্ধু, তপশিলীবন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্প যেখানে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় কিংবা আর্থিক ভাবে তাঁরা কিছুটা সুরাহা পান। তাই ২০২৪ এবং ২৫ এর অর্থবর্ষে রাজ্য সরকার কি বাজেট পেশ করতে চলেছে? সেখানে কতটা করে অর্থ বরাদ্দ হচ্ছে অবশ্যই নজর রয়েছে বাংলার মানুষের। বিধানসভায় বাজেট পেশের পর তা নিয়ে আলোচনা হবে ৯ এবং ১০ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেটে ‘অন্তঃসারশূন্য’। জনতাকে বোকা বানানোর বাজেট। লোকসভা ভোটের আগের বাজেটে এ ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধীরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অন্তঃসারশূন্য বাজেট। কথার জাগলারি, ভাষার সস্তা চটক। সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই।” তাঁর অভিযোগ, “বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। কথা না রাখা ভাঁওতাবাজির বাজেট।